ভেবেছিলাম তুমি আসবে
সেই মত স্বপ্ন সাজিয়েছি,
বন্ধুদের ভুলে গেছি
শুধু তোমাকেই নিয়ে ভেবেছি।
গুনে গুনে একটা,দুটা,তিনটা
বছর অপেক্ষা করেছি,
এবং আজও অপেক্ষায় আছি।
কিন্তু এখনো তোমার সময় হয়নি
আমাকে সময় দেবার।
যেই বন্ধুদের পর করেছিলাম
তারা এখনো পাশে আছে!
সাহস যুগিয়ে যাচ্ছে,
তোমায় ভালবেসে কিছু না পেলেও
অনেক প্রিয় জিনিস বিসর্জন দিয়েছি,
অনেক কিছু ভুলে গেছি,
সাহস হারিয়ে ফেলেছি,
নিজেকে কাপুরুষ করে ফেলছি।
এ পরিনতির দায়ভার কে নিবে?
--------------------------
------শাহরিয়ার রাব্বী--------
-----০৯/০২/২০১৪--------
-----১১:৪৫ (রাত)------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন