শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪

অতুলনীয় তুলনা

ভালবেসেছিলাম একজনকেই
যার তুলনা ছিল অতুলনীয়ের সাথে তুলনীয়।

ভালবেসেছিলাম তাকেই
যে আমারে দুদন্ড শান্তি দিয়েছিল
নাটোরের বনলতা সেনের মতন।
যার চুল ছিল কবেকার অন্ধকার বিদিশার ধিশা

ভালোতবেসেছিলাম একজনকেই
যার কম্পিত ঠোঁটের কোণে একচিলতে হাসি
নিমিষেই সমস্ত আলোকরশ্মি স্তিমিত করে দিত।
সাহেবি বাংলোয় ফায়ারপ্লেসের আলোয়
যার অনাবৃত শরীর দেখতে পেতাম।

ভালোতবেসেছিলাম তাকেই
যে ছিল নদীর মতন অণিনৃত
যাকে ছোবার পর
ওহাতে আর কোন পাপ করে পারিনি।
যাকে ভালবাসি বলার পর
ও ওষ্ঠে আর মিথ্যা বলতে পারিনি।

ভালবেসেছিলাম একজনকেই
যে করুণা করে হলেও চিঠি দিত।
জানতে "চাইত তোমার চোখ এত লাল কেন?"
যাকে আমি রোজ দেখতাম,
বাসে, ট্রেনে, রাস্তায়,চিলেকোঠায় আর স্বপনে।

ভালবেসেছিলাম তাকেই
চোখ বন্ধ করলেই যাকে আমি দেখতে পেতাম
সদ্য রজ:স্বলা এক কিশোরীরে।
যার চুলে ঠোঁটে,ঘুম ভাঙা স্তনে
নিতম্বে-গ্রীবায় ছিল সুন্দরের সুষম বন্টন।

ভালোতবেসেছিলাম একজনকেই
যার মত লাজময়ী দেখিনি আজ ও আমি
প্রেম বরিষার স্রোতে যার লাজ ছোটে ছোটেনা।
যার কন্ঠে ছিল নজরুলের বিদ্রোহ
আর মানসিকতায় সত্যবাদী।

ভালোতবেসেছিলাম তাকেই,
যার তুলনা দিতে ব্যর্থ হয়েছে সকল কবি আজও।
================শাহরিয়ার রাব্বী
==============ধন্যবাদান্তে জীবনানন্দ,
------দুখাই রাজ,নির্মলেন্দু,হেলাল হাফিজ
------সুণীল গঙ্গপধ্যায়,রবীন্দ্রনাথ,নজরুল
------আর নাম না জানা সকল কবি কে
============১৪/০২/২০১৪
============০১:৪৭(রাত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন