সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪

বৃষ্টি জল

যখন ছেড়ে চলে যাবে
দু-এক দিন খুব বৃষ্টি হবে।
শহরের কোথাও বন্যা হবে
খোলা রাস্তায় নৌকো চলবে
তারপর.....
তারপর আবার সব ঠিক হয়ে যাবে
আকাশে রোদ,রাস্তায় মানুষ।

কি করব,
রোজতো আর কাঁদতে পারবো না
পুরুষ মানুষ,অনেক কিছৃ লুকোতে হয়।

বৃষ্টিহীন মনের জমিন ফেটে চৌচির,
মনটা পাথর
পাথরের বুকে সুখ-দু:খ,হাসি-কান্না
সব একই।
তাই আর কাঁদবোনা,বৃষ্টি ও হবেনা।
তোমার আর কষ্ট জলে ভিজা হবেনা।
================শাহরিয়ার রাব্বী
===============১৮/০২/২০১৪
===============০৮:৩২(সকাল)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন