মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪

যায়না?

কে বলেছে ভালবাসতে
দুটি মন লাগে?
কে বলেছে ভালবাসতে
শুধু তাকে লাগে?
রাস্তার ধারে উলঙ্গ শিশুটাকে কী
ভালবাসা যায়না?
ট্রাফিক সিগনালে ফুল নিয়ে ছুটে আসা
সেই কিশোরীকে কী ভালবাসা যায়না?
নো-ম্যনস লেন্ডে ঝুলে থাকা
ফেলানিকে কী ভালবাসা যায়না?
আমার সোনার বাংলাকে ভালবাসা যায়না?
ভালবাসতে,
শুধু মন লাগে।
খোজার জন্য আঁখি লাগে।
বিলিয়ে দেবার সাহস লাগে।
ভালবাসতে জানা লাগে।
-------- শাহরিয়ার রাব্বী
-----------০৪/০২/২০১৪
--------------১২:৩৪(মধ্যরাত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন