কথা ছিল পার্কের বেঞ্চটায় বসবে
শনিবার ঠিক বিকেল চারটায়।
বসেছিলাম পথ চেয়ে
হঠাৎ দেখি একঝাক পাখি উড়ে গেলো
কিছুক্ষণ পর শুনতে পেলাম
কিচিরমিচির আওয়াজ
তারপর সব নিস্তব্ধ
শুধু ঝি ঝি পোকার গান
হঠাৎ আকাশে আলো
দূরে মুয়াজ্জিনের আযান
আবার ঘুম-ভাঙ্গা পাখির সূর
মাথার উপর সূর্য
কিছুক্ষণ পর ঘড়ি দেখলাম
এখন বিকেল চারটা,তবে রবিবার
কোথায় তুমি প্রিয়া?
আর কতক্ষণ অপেক্ষা করবো?
============শাহরিয়ার রাব্বী
============২৫/০২/২০১৪
============০১:০১(রাত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন