মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৪

তোমায় পেয়ে

জীবনের সব বিপদে আপদে
তোমারে পেয়েছি পাশে,
প্রেম সাগরে ডুবেছি আমি
তোমারে ভাসিয়ে রেখে।
তোমারি মিলনে হারিয়ে ফেলেছি
কত যে দুঃখের ছবি।
তোমারে পরশে সাজিয়ে নিয়েছি
ঘর সংসার সবি।
তুমিই আমার প্রথম প্রহর,
শেষ বিকালের মেয়ে।
তবু ও তুমি পালিয়ে গেলে
আমার মনটা নিয়ে।
============শাহরিয়ার রাব্বী।
============২৩/০২/২০১৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন