মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪

প্রতীক্ষা

২ ঘণ্টা ২৫ মিনিট তোমায় দেখিনা
তোমার গলার আওয়াজ শুনিনা
ধীরে ধীরে সময় আরও বাড়ছে
কোথায় তুমি?

এ সময় কত কিছু ঘটেছে যান?
কারো বুকে ১০২৯৫ টা হৃদ-স্পন্দন হয়েছে
যার প্রতিটায় তোমার নাম ছিল
তোমার মোবাইলে ১১৫টা ব্যর্থ কল আর
১৯ টা অদেখা এস এম এস জমা পড়েছে
একা বসে বসে কেউ একজন
তোমার জন্য দুচিন্তা করেছে
তোমার গাল-মন্দ করেছে
তোমার সাথে ঝগড়া করেছে
কল্পনায় তোমার কাছে গিয়েছে
গালে,ঠোঁটে,বুকে হাজারও চুমু দিয়েছে
তোমায় নিয়ে সুখ স্বপ্নের জাল বুনেছে
আর তুমি...?

খুবতো বড়াই করে বলে গিয়েছিলে
“বাড়ি পোছেই প্রথম তোমায় জানাব”
ভুলো মন তোমার,হয়ত গেছ ভুলে
অনেক দিন পর বাড়ি ফিরে
হাজারও প্রিয় মুখের ভিড়ে
ভুলে গেছ এই ক্লান্ত পথিকেরে
যে ৮৭০০ সেকেন্ড ধরে প্রিয়ার প্রহর গুনছে
এবং,
ধীরে ধীরে ঘড়ির কাঁটা আরও এগিয়ে যাচ্ছে
===================শাহরিয়ার রাব্বী
===============১২-০২-২০১৪
=============১২:১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন