বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৪

ভালবাসি

“ভালবাসি” কথাটা
পারছিনে যে বলতে,
বললে পরে তুমি আবার
গাল ফুলিয়ে মারবে!

আমায় তুমি যাবে ভুলে
অল্পখানি কষ্ট দিলে,
তাইতো তোমায় সামলে রাখি
নিজেরই অজান্তে৷
তুমি যে চাও আমরা থাকি
দুনিয়ার দু’ই প্রান্তে!
আমি বলি সাথে থাকি
পৃথিবীর এক প্রান্তে৷

আশায় আছি,ভাসায়ে বুক
দুজনের মন কাছে আসুক,
দুঃখগুলো দূরে ভাসুক
নতুন রূপে জীবন সাজুক৷
=====শাহরিয়ার রাব্বী
========১৩/০১/২০১৪
=======১১:৩২ রাত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন