সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৪

অবদান

একি! তোমার হাতে বিষের বোতল?
কুঁড়ি বছরের ভালবাসার চেয়ে
কুঁড়ি মাসের প্রেম বড় হয়ে গেল?
বাবা-মার ভালবাসার কোন মূল্যই কি নেই?

একি!বাবা মা কে বৃদ্ধাশ্রম পাঠাচ্ছ?
তিন যুগের ভালোবাসার থেকে
তিন বছরের বউ বড় হয়ে গেল?

একটু মনে স্মৃতিকথা ভাব
যখন হাটতে গিয়ে পরে যেতে
তখন কে তোমার হাতে হাত রেখে
চলতে শিখিয়েছিল?
স্কুলে দেরী হলে কে খাইয়ে দিয়েছিল?
ভয় পেলে পরম মমতায়
কাছে কে টেনেছিল?
বিপদেআপদে পাশে কে দাড়িয়েছিল?
পৃথিবীতে কারা তোমায় প্রথম ভালবেসেছিল?
কারা তোমায় ভালবাসতে শিখিয়েছিল?
এমনটা করার আগে তাদের ভালবাসাটা
একটাবার ও ভাবলেনা?
------------শাহরিয়ার রাব্বী
--------১০/০২/১৪-১১/০২/১৪
------------১২:১৩(রাত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন