সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪

তুমিই সেই মেয়ে

তুমিই সেই মেয়ে
বাসে ট্রেনে রাস্তায় আমি যাকে রোজ দেখি
যার শাড়ী কপালের টিপ, কানের দুল,পায়ের গোড়ালি
আমি রোজ দেখি

তুমিই সেই মেয়ে
সুসজ্জিত বিছানায় যার জন্ন্য অপেক্ষায় অধিন হয়
আমার রজকীয় লাম্পাট্য
তুমিই সেই মেয়ে
সাহেবি বাংলোয় মধ্যরাতে ফায়ার প্লেসের ঝলসে উঠা আলোয়
মদির চোখে দেখতে চাই যার অনাবৃত শরীর
তুমিই সেই মেয়ে
দূর সরকারি ইদারায়-আর কুড়ি মাইল হেটে ক্লান্ত বিধস্ত
যে রমণী,ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেই চুলার আগুনের সামনে
আমার রুটি বানাতে
তুমিই সেই মেয়ে
============ তুমিই সেই মেয়ে
================শাহরিয়ার রাব্বী
=================১০/০২/২০১৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন