আজ আমার প্রিয়ার বিয়ে
রাতে হবে বাসর!
যে ঘরে মোর যাবার কথা
সেথায় যাবে তার বর
যে ঠোঁটে দু-খানা আমার ছিল
তা চুমবে অন্য লোকে
যে শাড়ি মোর খোলার কথা
তা খুলবে আরেক লোক
যে সুখ ওরে দিবার কথা
তা মেটাবে অন্য নর
সে নরের ছোঁয়াতে সে
করবে মোরে পর
--------------শাহরিয়ার রাব্বী
-------------০৮/০২/২০১৪
-----------১১:২৫(রাত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন