তোমার দু:খগুলো দূর করতে দাও,
তোমার হাত দু-খানা ধরতে দাও,
কথা দিচ্ছি তোমায় আমি
সুখের দেশে নিয়ে যাব।
তোমায় ভালবাসার মৌসুম এটা
তুমিই আমার মাদকতা
তুমিই আমার শান্তি
তুমিই আমার ভাগ্য
তুমিই ভবিষ্যৎ।
তোমায় পেলে আমি বেপরোয়া
তুমিই আমার ভালবাসা।
শুধু তোমার সাথেই আমার
ভালবাসা পূর্ণ
ভালবাসা সুন্দর।
=================
========শাহরিয়ার রাব্বী
=========১৬/০২/২০১৪
=========০১:০৫(দুপুর)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন