ভালবাসি তোমাকেই
হাজারবার বলতে গিয়ে ব্যর্থ হয়েছি।
লোকে বলে,
ব্যর্থতাই সফলতার চাবিকাঠি।
এত ব্যর্থতার পরও তো
সফলতার দেখা পেলাম না।
প্রতিবারই কোথাও না কোথাও
ভুল করে ফেলি।
দিনশেষে আর আর বলা হয়না
ভালোবাসি
লোকে বলে,
ভুল থেকে অনেক কিছু শিখার আছে
আমিও অনেক কিছু শিখেছি
লজ্জা পেতে শিখেছি
কষ্ট পেতে শিখেছি
জলন্ত আগুনে ঝাপিয়ে পরার
সাহস পেয়েছি।
ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে শিখেছি
ভালবাসার মানে শিখেছি
নিত্য নতুন স্বপ্ন দেখতে শিখেছি
জীবনের নতুন মানে খুজে পেয়েছি
শুধু "ভালোবাসি তোমায়"
কথাটা বলতে শিখিনি এখনো
তুমি জানই আমি এমন
তুমিতো জানোই
কতটা ভালোবাসি তোমায়।
কেন বসে আছ আমার বলার অপেক্ষায়?
তুমি কি এগিয়ে সন্ধি করতে পারনা?
যদি বলতে না পারি কোনদিনই
ভালোবাসি তোমায়!
তাহলে কী আমার ভালবাসা সুপ্তাবস্থাই
থেকে যাবে সারাজীবন?
=========শাহরিয়ার রাব্বী
========১৩/০২/২০১৪
========০৯:০৮(রাত)
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৪
ভালোবাসার সুপ্তাবস্থা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন