এই গৃহ
এই সন্ন্যাস
মানব এসেছি কাছে
কি সুন্দর অন্ধ
লাজুক লিরিক
আমি ছিন্ন-ভিন্ন
অস্তমিত কালের গৌরব
টাপুর টুপুর মেঘের দুপুর
ছবি আঁকা পাখির পাখা
সরষে ফুলের নদী
আমি হলাম সেই নীল কন্ঠ কবি
যে তোমার প্রেম এ
আবোল তাবোল বকি
==========শাহরিয়ার রাব্বী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন