বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

উষ্ণতা

পিপিলিকার মতো ক্ষীণ গতিতে
এগিয়েছিলাম তোমায় ছুঁতে।
চেয়েছিলাম মাকড়সার মতো হাতের স্পর্শে
নওল শরীরে জাল বুনতে।
কিন্তু তোমায় ছোয়া মাত্র,
বাঘের মতো ক্ষিপ্রগতিতে হাতটা
সরে গেল তোমার গাল থেকে।
মনে হলো আগুনে দিয়েছি হাত।
বুজলাম না,
এমন কেন হলো।
বুজলাম না,
তুমি এতো উষ্ণ কেন?
=============শাহরিয়ার রাব্বী
===========১৯/০২/২০১৪
===========০৮:০৬(রাত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন