নিশিত রাতে বসে একা
তোমায় ভেবে পাই যে ব্যথা
রোজ প্রভাতে উঠি যখন
তোমার পরশ লাগায় নাচন
যাবে কোথায় আমায় ছেড়ে
সাত সাগর আর তের তের নদীর ওপাড়ে?
যেথায় তুমি যাবে পালিয়ে
খুজে নিবো আপন জেনে
সারা জীবন বাসব ভাল
তুমি মোর জীবনের আলো
কথা দিলাম আজ তোমাকে
সারাজীবন থাকব পাশে
রাখব হাত তোমার হাতে
সাজাব এই বিশ্বটাকে
============== শাহরিয়ার রাব্বী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন