সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪

সন্ধ্যা বেলার কথা

এটা সেদিন সন্ধ্যা বেলার কথা
তুমি তখন বসে ছিলে
ছাদের কোনে একা
বসে বসে ভাবসিলে কি বোকা?
নাকি তোমার স্বভাবই এটা
কিসের এত চিন্থা তোমার?
কিসের এত ভয়?
আমি আছি তোমার পাশে
হবেনা পরজয়
=============শাহরিয়ার রাব্বী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন