মনের আকাশে তোমায় নিয়ে
স্বপ্ন সাজাই জীবন নিয়ে
আজকে সবি তোমার উপর
যেথায় যা চাও,তা নিয়ে যাও,
তোমার জন্য সবি।
আজ এসেছে সময় আমার
সঠিক কথা জানার
থাকবে কি ধরে আমার এ হাত
আসুক যত বাঁধা আঘাত?
বিপদে যদি ছাড়ো মোরে
কি লাভ এগিয়ে ভালবাসাটারে?
শুরুতে হোক সত্য যাচাই
দুঃখ পেলে পাবো
ভালোবেসে বার্থ হলে,
হয়তো মরে যাব!
===============শাহরিয়ার রাব্বী
===============২২/০২/২০১৩
==============১১:৩১(রাত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন