২১ মানে একেক জনের কাছে
এক এক রকম।
গণিতে ২১ হলো যৌগিক,
৩ আর ৭ এর গুনফল।
পর্যায় সারণিতে ২১,
স্কেন্ডিয়াম নামের মৌল।
শতাব্দীতে ২১ বিপ্লবী আর সফল।
জুলিয়ান বর্ষপঞ্জীতে ২১ হলো
বুধবার দিয়ে শুরু হওয়া বছর।
কিন্তু আমার কাছে ২১ মানে,
প্রথম মা ডাক,প্রথম শোনা শব্দ।
২১ মানে তোমার ঠোঁটে
প্রেম রঙের কাব্য।
২১ মানে সালাম রফিক
২১ মানে রক্ত।
২১মানে অ আ ক খ
২১ মানে গল্প।
২১ মানে আমার ভাষা
অন্তরে যাকে রাখবো।
============শাহরিয়ার রাব্বী
============২১/০২/২০১৪
=============১২:৩৬(প্রথম প্রহর)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন