বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪

কথামালা-০১

সময় যত বাড়বে
সম্পর্ক তত গভীর হবে।
আর তখন ভালোবেসে ব্যর্থ হলে,
কষ্টটা ও বেশি হবে।
===========শাহরিয়ার রাব্বী
===========০০/০২/২০১৪

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৪

অপেক্ষা

কথা ছিল পার্কের বেঞ্চটায় বসবে
শনিবার ঠিক বিকেল চারটায়।
বসেছিলাম পথ চেয়ে
হঠাৎ দেখি একঝাক পাখি উড়ে গেলো
কিছুক্ষণ পর শুনতে পেলাম
কিচিরমিচির আওয়াজ
তারপর সব নিস্তব্ধ
শুধু ঝি ঝি পোকার গান
ঠাৎ আকাশে আলো
দূরে মুয়াজ্জিনের আযান
আবার ঘুম-ভাঙ্গা পাখির সূর
মাথার উপর সূর্য
কিছুক্ষণ পর ঘড়ি দেখলাম
এখন বিকেল চারটা,তবে রবিবার
কোথায় তুমি প্রিয়া?
আর কতক্ষণ অপেক্ষা করবো?
============শাহরিয়ার রাব্বী
============২৫/০২/২০১৪
============০১:০১(রাত)

তোমায় পেয়ে

জীবনের সব বিপদে আপদে
তোমারে পেয়েছি পাশে,
প্রেম সাগরে ডুবেছি আমি
তোমারে ভাসিয়ে রেখে।
তোমারি মিলনে হারিয়ে ফেলেছি
কত যে দুঃখের ছবি।
তোমারে পরশে সাজিয়ে নিয়েছি
ঘর সংসার সবি।
তুমিই আমার প্রথম প্রহর,
শেষ বিকালের মেয়ে।
তবু ও তুমি পালিয়ে গেলে
আমার মনটা নিয়ে।
============শাহরিয়ার রাব্বী।
============২৩/০২/২০১৪

সিদ্ধান্ত

মনের আকাশে তোমায় নিয়ে
স্বপ্ন সাজাই জীবন নিয়ে
আজকে সবি তোমার উপর
যেথায় যা চাও,তা নিয়ে যাও,
তোমার জন্য সবি।

আজ এসেছে সময় আমার
সঠিক কথা জানার
থাকবে কি ধরে আমার এ হাত
আসুক যত বাঁধা আঘাত?
বিপদে যদি ছাড়ো মোরে
কি লাভ এগিয়ে ভালবাসাটারে?
শুরুতে হোক সত্য যাচাই
দুঃখ পেলে পাবো
ভালোবেসে বার্থ হলে,
হয়তো মরে যাব!
===============শাহরিয়ার রাব্বী
===============২২/০২/২০১৩
==============১১:৩১(রাত)

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৪

২১ মানে

২১ মানে একেক জনের কাছে
এক এক রকম।
গণিতে ২১ হলো যৌগিক,
৩ আর ৭ এর গুনফল।
পর্যায় সারণিতে ২১,
স্কেন্ডিয়াম নামের মৌল।
শতাব্দীতে ২১ বিপ্লবী আর সফল।
জুলিয়ান বর্ষপঞ্জীতে ২১ হলো
বুধবার দিয়ে শুরু হওয়া বছর।

কিন্তু আমার কাছে ২১ মানে,
প্রথম মা ডাক,প্রথম শোনা শব্দ।
২১ মানে তোমার ঠোঁটে
প্রেম রঙের কাব্য।
২১ মানে সালাম রফিক
২১ মানে রক্ত।
২১মানে অ আ ক খ
২১ মানে গল্প।
২১ মানে আমার ভাষা
অন্তরে যাকে রাখবো।
============শাহরিয়ার রাব্বী
============২১/০২/২০১৪
=============১২:৩৬(প্রথম প্রহর)

বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

উষ্ণতা

পিপিলিকার মতো ক্ষীণ গতিতে
এগিয়েছিলাম তোমায় ছুঁতে।
চেয়েছিলাম মাকড়সার মতো হাতের স্পর্শে
নওল শরীরে জাল বুনতে।
কিন্তু তোমায় ছোয়া মাত্র,
বাঘের মতো ক্ষিপ্রগতিতে হাতটা
সরে গেল তোমার গাল থেকে।
মনে হলো আগুনে দিয়েছি হাত।
বুজলাম না,
এমন কেন হলো।
বুজলাম না,
তুমি এতো উষ্ণ কেন?
=============শাহরিয়ার রাব্বী
===========১৯/০২/২০১৪
===========০৮:০৬(রাত)

সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪

বৃষ্টি জল

যখন ছেড়ে চলে যাবে
দু-এক দিন খুব বৃষ্টি হবে।
শহরের কোথাও বন্যা হবে
খোলা রাস্তায় নৌকো চলবে
তারপর.....
তারপর আবার সব ঠিক হয়ে যাবে
আকাশে রোদ,রাস্তায় মানুষ।

কি করব,
রোজতো আর কাঁদতে পারবো না
পুরুষ মানুষ,অনেক কিছৃ লুকোতে হয়।

বৃষ্টিহীন মনের জমিন ফেটে চৌচির,
মনটা পাথর
পাথরের বুকে সুখ-দু:খ,হাসি-কান্না
সব একই।
তাই আর কাঁদবোনা,বৃষ্টি ও হবেনা।
তোমার আর কষ্ট জলে ভিজা হবেনা।
================শাহরিয়ার রাব্বী
===============১৮/০২/২০১৪
===============০৮:৩২(সকাল)

তোমার পরশ

নিশিত রাতে বসে একা
তোমায় ভেবে পাই যে ব্যথা
রোজ প্রভাতে উঠি যখন
তোমার পরশ লাগায় নাচন
যাবে কোথায় আমায় ছেড়ে
সাত সাগর আর তের তের নদীর ওপাড়ে?
যেথায় তুমি যাবে পালিয়ে
খুজে নিবো আপন জেনে
সারা জীবন বাসব ভাল
তুমি মোর জীবনের আলো
কথা দিলাম আজ তোমাকে
সারাজীবন থাকব পাশে
রাখব হাত তোমার হাতে
সাজাব এই বিশ্বটাকে
============== শাহরিয়ার রাব্বী

আবোল তাবোল

এই গৃহ
এই সন্ন্যাস
মানব এসেছি কাছে
কি সুন্দর অন্ধ
লাজুক লিরিক
আমি ছিন্ন-ভিন্ন
অস্তমিত কালের গৌরব
টাপুর টুপুর মেঘের দুপুর
ছবি আঁকা পাখির পাখা
সরষে ফুলের নদী
আমি হলাম সেই নীল কন্ঠ কবি
যে তোমার প্রেম এ
আবোল তাবোল বকি
==========শাহরিয়ার রাব্বী

তুমিই সেই মেয়ে

তুমিই সেই মেয়ে
বাসে ট্রেনে রাস্তায় আমি যাকে রোজ দেখি
যার শাড়ী কপালের টিপ, কানের দুল,পায়ের গোড়ালি
আমি রোজ দেখি

তুমিই সেই মেয়ে
সুসজ্জিত বিছানায় যার জন্ন্য অপেক্ষায় অধিন হয়
আমার রজকীয় লাম্পাট্য
তুমিই সেই মেয়ে
সাহেবি বাংলোয় মধ্যরাতে ফায়ার প্লেসের ঝলসে উঠা আলোয়
মদির চোখে দেখতে চাই যার অনাবৃত শরীর
তুমিই সেই মেয়ে
দূর সরকারি ইদারায়-আর কুড়ি মাইল হেটে ক্লান্ত বিধস্ত
যে রমণী,ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেই চুলার আগুনের সামনে
আমার রুটি বানাতে
তুমিই সেই মেয়ে
============ তুমিই সেই মেয়ে
================শাহরিয়ার রাব্বী
=================১০/০২/২০১৪

সন্ধ্যা বেলার কথা

এটা সেদিন সন্ধ্যা বেলার কথা
তুমি তখন বসে ছিলে
ছাদের কোনে একা
বসে বসে ভাবসিলে কি বোকা?
নাকি তোমার স্বভাবই এটা
কিসের এত চিন্থা তোমার?
কিসের এত ভয়?
আমি আছি তোমার পাশে
হবেনা পরজয়
=============শাহরিয়ার রাব্বী

শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৪

আহ্বান

তোমার দু:খগুলো দূর করতে দাও,
তোমার হাত দু-খানা ধরতে দাও,
কথা দিচ্ছি তোমায় আমি
সুখের দেশে নিয়ে যাব।

তোমায় ভালবাসার মৌসুম এটা
তুমিই আমার মাদকতা
তুমিই আমার শান্তি
তুমিই আমার ভাগ্য
তুমিই ভবিষ্যৎ।
তোমায় পেলে আমি বেপরোয়া
তুমিই আমার ভালবাসা।

শুধু তোমার সাথেই আমার
ভালবাসা পূর্ণ
ভালবাসা সুন্দর।
=================
========শাহরিয়ার রাব্বী
=========১৬/০২/২০১৪
=========০১:০৫(দুপুর)

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪

অতুলনীয় তুলনা

ভালবেসেছিলাম একজনকেই
যার তুলনা ছিল অতুলনীয়ের সাথে তুলনীয়।

ভালবেসেছিলাম তাকেই
যে আমারে দুদন্ড শান্তি দিয়েছিল
নাটোরের বনলতা সেনের মতন।
যার চুল ছিল কবেকার অন্ধকার বিদিশার ধিশা

ভালোতবেসেছিলাম একজনকেই
যার কম্পিত ঠোঁটের কোণে একচিলতে হাসি
নিমিষেই সমস্ত আলোকরশ্মি স্তিমিত করে দিত।
সাহেবি বাংলোয় ফায়ারপ্লেসের আলোয়
যার অনাবৃত শরীর দেখতে পেতাম।

ভালোতবেসেছিলাম তাকেই
যে ছিল নদীর মতন অণিনৃত
যাকে ছোবার পর
ওহাতে আর কোন পাপ করে পারিনি।
যাকে ভালবাসি বলার পর
ও ওষ্ঠে আর মিথ্যা বলতে পারিনি।

ভালবেসেছিলাম একজনকেই
যে করুণা করে হলেও চিঠি দিত।
জানতে "চাইত তোমার চোখ এত লাল কেন?"
যাকে আমি রোজ দেখতাম,
বাসে, ট্রেনে, রাস্তায়,চিলেকোঠায় আর স্বপনে।

ভালবেসেছিলাম তাকেই
চোখ বন্ধ করলেই যাকে আমি দেখতে পেতাম
সদ্য রজ:স্বলা এক কিশোরীরে।
যার চুলে ঠোঁটে,ঘুম ভাঙা স্তনে
নিতম্বে-গ্রীবায় ছিল সুন্দরের সুষম বন্টন।

ভালোতবেসেছিলাম একজনকেই
যার মত লাজময়ী দেখিনি আজ ও আমি
প্রেম বরিষার স্রোতে যার লাজ ছোটে ছোটেনা।
যার কন্ঠে ছিল নজরুলের বিদ্রোহ
আর মানসিকতায় সত্যবাদী।

ভালোতবেসেছিলাম তাকেই,
যার তুলনা দিতে ব্যর্থ হয়েছে সকল কবি আজও।
================শাহরিয়ার রাব্বী
==============ধন্যবাদান্তে জীবনানন্দ,
------দুখাই রাজ,নির্মলেন্দু,হেলাল হাফিজ
------সুণীল গঙ্গপধ্যায়,রবীন্দ্রনাথ,নজরুল
------আর নাম না জানা সকল কবি কে
============১৪/০২/২০১৪
============০১:৪৭(রাত)

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৪

ভালোবাসার সুপ্তাবস্থা

ভালবাসি তোমাকেই
হাজারবার বলতে গিয়ে ব্যর্থ হয়েছি।
লোকে বলে,
ব্যর্থতাই সফলতার চাবিকাঠি।
এত ব্যর্থতার পরও তো
সফলতার দেখা পেলাম না।
প্রতিবারই কোথাও না কোথাও
ভুল করে ফেলি।
দিনশেষে আর আর বলা হয়না
ভালোবাসি
লোকে বলে,
ভুল থেকে অনেক কিছু শিখার আছে
আমিও অনেক কিছু শিখেছি
লজ্জা পেতে শিখেছি
কষ্ট পেতে শিখেছি
জলন্ত আগুনে ঝাপিয়ে পরার
সাহস পেয়েছি।
ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে শিখেছি
ভালবাসার মানে শিখেছি
নিত্য নতুন স্বপ্ন দেখতে শিখেছি
জীবনের নতুন মানে খুজে পেয়েছি
শুধু "ভালোবাসি তোমায়"
কথাটা বলতে শিখিনি এখনো
তুমি জানই আমি এমন
তুমিতো জানোই
কতটা ভালোবাসি তোমায়।
কেন বসে আছ আমার বলার অপেক্ষায়?
তুমি কি এগিয়ে সন্ধি করতে পারনা?
যদি বলতে না পারি কোনদিনই
ভালোবাসি তোমায়!
তাহলে কী আমার ভালবাসা সুপ্তাবস্থাই
থেকে যাবে সারাজীবন?
=========শাহরিয়ার রাব্বী
========১৩/০২/২০১৪
========০৯:০৮(রাত)

বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৪

ভালবাসি

“ভালবাসি” কথাটা
পারছিনে যে বলতে,
বললে পরে তুমি আবার
গাল ফুলিয়ে মারবে!

আমায় তুমি যাবে ভুলে
অল্পখানি কষ্ট দিলে,
তাইতো তোমায় সামলে রাখি
নিজেরই অজান্তে৷
তুমি যে চাও আমরা থাকি
দুনিয়ার দু’ই প্রান্তে!
আমি বলি সাথে থাকি
পৃথিবীর এক প্রান্তে৷

আশায় আছি,ভাসায়ে বুক
দুজনের মন কাছে আসুক,
দুঃখগুলো দূরে ভাসুক
নতুন রূপে জীবন সাজুক৷
=====শাহরিয়ার রাব্বী
========১৩/০১/২০১৪
=======১১:৩২ রাত

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪

প্রতীক্ষা

২ ঘণ্টা ২৫ মিনিট তোমায় দেখিনা
তোমার গলার আওয়াজ শুনিনা
ধীরে ধীরে সময় আরও বাড়ছে
কোথায় তুমি?

এ সময় কত কিছু ঘটেছে যান?
কারো বুকে ১০২৯৫ টা হৃদ-স্পন্দন হয়েছে
যার প্রতিটায় তোমার নাম ছিল
তোমার মোবাইলে ১১৫টা ব্যর্থ কল আর
১৯ টা অদেখা এস এম এস জমা পড়েছে
একা বসে বসে কেউ একজন
তোমার জন্য দুচিন্তা করেছে
তোমার গাল-মন্দ করেছে
তোমার সাথে ঝগড়া করেছে
কল্পনায় তোমার কাছে গিয়েছে
গালে,ঠোঁটে,বুকে হাজারও চুমু দিয়েছে
তোমায় নিয়ে সুখ স্বপ্নের জাল বুনেছে
আর তুমি...?

খুবতো বড়াই করে বলে গিয়েছিলে
“বাড়ি পোছেই প্রথম তোমায় জানাব”
ভুলো মন তোমার,হয়ত গেছ ভুলে
অনেক দিন পর বাড়ি ফিরে
হাজারও প্রিয় মুখের ভিড়ে
ভুলে গেছ এই ক্লান্ত পথিকেরে
যে ৮৭০০ সেকেন্ড ধরে প্রিয়ার প্রহর গুনছে
এবং,
ধীরে ধীরে ঘড়ির কাঁটা আরও এগিয়ে যাচ্ছে
===================শাহরিয়ার রাব্বী
===============১২-০২-২০১৪
=============১২:১৫

সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৪

অবদান

একি! তোমার হাতে বিষের বোতল?
কুঁড়ি বছরের ভালবাসার চেয়ে
কুঁড়ি মাসের প্রেম বড় হয়ে গেল?
বাবা-মার ভালবাসার কোন মূল্যই কি নেই?

একি!বাবা মা কে বৃদ্ধাশ্রম পাঠাচ্ছ?
তিন যুগের ভালোবাসার থেকে
তিন বছরের বউ বড় হয়ে গেল?

একটু মনে স্মৃতিকথা ভাব
যখন হাটতে গিয়ে পরে যেতে
তখন কে তোমার হাতে হাত রেখে
চলতে শিখিয়েছিল?
স্কুলে দেরী হলে কে খাইয়ে দিয়েছিল?
ভয় পেলে পরম মমতায়
কাছে কে টেনেছিল?
বিপদেআপদে পাশে কে দাড়িয়েছিল?
পৃথিবীতে কারা তোমায় প্রথম ভালবেসেছিল?
কারা তোমায় ভালবাসতে শিখিয়েছিল?
এমনটা করার আগে তাদের ভালবাসাটা
একটাবার ও ভাবলেনা?
------------শাহরিয়ার রাব্বী
--------১০/০২/১৪-১১/০২/১৪
------------১২:১৩(রাত)

রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৪

দায়ভার

ভেবেছিলাম তুমি আসবে
সেই মত স্বপ্ন সাজিয়েছি,
বন্ধুদের ভুলে গেছি
শুধু তোমাকেই নিয়ে ভেবেছি।
গুনে গুনে একটা,দুটা,তিনটা
বছর অপেক্ষা করেছি,
এবং আজও অপেক্ষায় আছি।
কিন্তু এখনো তোমার সময় হয়নি
আমাকে সময় দেবার।
যেই বন্ধুদের পর করেছিলাম
তারা এখনো পাশে আছে!
সাহস যুগিয়ে যাচ্ছে,
তোমায় ভালবেসে কিছু না পেলেও
অনেক প্রিয় জিনিস বিসর্জন দিয়েছি,
অনেক কিছু ভুলে গেছি,
সাহস হারিয়ে ফেলেছি,
নিজেকে কাপুরুষ করে ফেলছি।
এ পরিনতির দায়ভার কে নিবে?
--------------------------
------শাহরিয়ার রাব্বী--------
-----০৯/০২/২০১৪--------
-----১১:৪৫ (রাত)------

শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৪

বাসর

আজ আমার প্রিয়ার বিয়ে
রাতে হবে বাসর!
যে ঘরে মোর যাবার কথা
সেথায় যাবে তার বর
যে ঠোঁটে দু-খানা আমার ছিল
তা চুমবে অন্য লোকে
যে শাড়ি মোর খোলার কথা
তা খুলবে আরেক লোক
যে সুখ ওরে দিবার কথা
তা মেটাবে অন্য নর
সে নরের ছোঁয়াতে সে
করবে মোরে পর
--------------শাহরিয়ার রাব্বী
-------------০৮/০২/২০১৪
-----------১১:২৫(রাত)

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৪

ভুলে গেছি

----------------------
প্রেম সাগরে ভাসছি দুজন
খাচ্ছি হাবুডুবু
পরের দু-লাইন ভুলো গেছি
পরে জানাচ্ছি।
----------------------
।। শাহরিয়ার রাব্বী।।
---------------

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪

যায়না?

কে বলেছে ভালবাসতে
দুটি মন লাগে?
কে বলেছে ভালবাসতে
শুধু তাকে লাগে?
রাস্তার ধারে উলঙ্গ শিশুটাকে কী
ভালবাসা যায়না?
ট্রাফিক সিগনালে ফুল নিয়ে ছুটে আসা
সেই কিশোরীকে কী ভালবাসা যায়না?
নো-ম্যনস লেন্ডে ঝুলে থাকা
ফেলানিকে কী ভালবাসা যায়না?
আমার সোনার বাংলাকে ভালবাসা যায়না?
ভালবাসতে,
শুধু মন লাগে।
খোজার জন্য আঁখি লাগে।
বিলিয়ে দেবার সাহস লাগে।
ভালবাসতে জানা লাগে।
-------- শাহরিয়ার রাব্বী
-----------০৪/০২/২০১৪
--------------১২:৩৪(মধ্যরাত)

শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৪

এমন কেন তুমি

এমন কেন তুমি?
প্রতি মূহর্ত আমাকে পুড়িয়ে
নিজেকে করছ রাণী
মোরে করে ভিখারিনী
---------------- শাহরিয়ার রাব্বী
---------------------০১:৫৪(  দুপুর)
----------------০১/০২/২০১৪