যদি আর কখনো না আসি ফিরে
আর না ডাকি
বার বার যদি না বলি,
"এই মনি, আর পাঁচ মিনিট"
দেরি হলে যদি আর জানতে না চাই,
"খুভ বিজি?"
আর না বলি ভালোবাসি
আর যদি বার বার সরি না বলি,
যদি মরতে না চাই তোমার জন্য
তবে ভেবোনা আমি হারিয়ে গেছি!
আমি আছি, থাকবো,
হয়ত ভোরের পাখি হয়ে ডাকবো তোরে
কিংবা বাতাস হয়ে রইবো ঘিরে
ভেবোনা আবার,
একলা রেখে গিয়েছে আমি মরে।
__________শাহরিয়ার রাব্বী
________১০ নভেম্বর ১৫(ভোর রাত)
সোমবার, ৯ নভেম্বর, ২০১৫
হয়তবা শেষ কবিতা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫
নিরবতার ভাগ
গভীররাতে মানের কাছে মনটা এনে রাখ
সুরে সুরে শুনতে পাবে ঝিঁ ঝিঁ পোকার ডাক,
হঠাৎ তুমি আমার সুরে চমকে হতবাক,
থাক না প্রিয়া রহস্যটা, হও তুমি অবাক
চাইলে তোমার নিরবতায় আমিও নিব ভাগ
তোমার দুঃখেই কাদঁবো আমি, সুখটা তোলা থাক।
_______________ শাহরিয়ার রাব্বী
______________২৩||১০||১৫(ভোর)
শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
অচল প্রেমের পদ্য-১২
ভালোবাসি…
তবু না?
ভয় কেন
আসনা……
ভালোবাসি বোঝনা
কেন এতো ছলনা?
_______শাহরিয়ার রাব্বী
__________পনের||আট||পনের(১২:৫৩)
রবিবার, ২ আগস্ট, ২০১৫
সর্বনাশ
>>> সর্বনাশ <<<
তোমায় নিয়ে একটা কবিতা লিখতে চাচ্ছিলাম,
যার যমিন হবে
তোমার মিষ্টি রঙের ওড়না,
আর কালি হবে
তোমার হাতের ছোঁয়া লাগা দিঘির জল।
কবিতাটায় তোমায় নিয়ে কিছু লিখবোনা!
সেই নোংরা নৌকাটার কথা লিখবো,
তোমার স্পর্শে যা পবিত্র হয়ে গিয়েছিলো।
সেই ক্রন্দনরত ফুটফুটে শিশুটির কথা লিখবো,
তোমাকে দেখে যে নির্বাক হয়ে গিয়েছিলো।
বৃষ্টি ভেজা সেই ফুলের কথা লিখবো,
তোমার চুলের ছোঁয়ায় যে আমরালয়ে জায়গা পেয়েছিলো।
.
হঠাৎ তুমি মিষ্টি স্বরে শাসালে
“তুমি চুপ করবে?
লোকে শুনলে সর্বনাশ হয়ে যাবে!”
_________ শাহরিয়ার রাব্বী
_______দুই||আট||পনের(রাত)
শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫
অচল প্রেমের পদ্য -১১
আমি তোমাকে স্বাধীনতা দিতে চেয়েছিলাম
তুমি বললে গনন্ত্রের প্যাঁচ তোমার ভালো লাগেনা।
আমি তোমাকে রাজধানী দিতে চাইলাম
তুমি বললে ব্যাস্ততা তোমার ভালো লাগেনা।
আমি তোমাকে আমায় দিতে চাইলাম
তুমি বললে হারিয়ে ফেললে মারা যাবে।
অতঃপর আমি তোমাকে চাইলাম,
তুমি বললে ভালোবাসি।
_________ শাহরিয়ার রাব্বী
________ পঁচিশ||সাত||পনের(সকাল)
ময়না
~oO> ময়না o()~
.
যাচ্ছো কেন দূরে সরে?
দিচ্ছো কেন যন্ত্রনা?
মাফ করে দাও, দোষ কি আমার?
আরতো প্রানে সচ্ছেনা।
.
চাচ্ছোটা কি মনটা খুলে
একবার শুধু বলোনা।
আমি হলাম মূর্খ প্রেমিক
কিছুই কেন বুঝিনা?
.
একটু হাসো, আর কেঁদোনা
আর দিওনা বেদনা।
মানুষ আমি, মূর্খ প্রেমিক
পথের কোণার পাথর না।
.
বেশ করেছো রাগ করেছে
কষ্টটা মোর পাওনা
এনে দিবো লাল চুড়ি
আর কেদোঁনা ময়না।
_______ শাহরিয়ার রাব্বী
______ একুশ||সাত||পনের(রাত)
অচল প্রেমের পদ্য - ১০
বহু বছর আগের কোন এক জ্যোৎস্নাস্নাত রাতে কর্নফুলীর স্রোতে হারিয়ে যাওয়া রাজকন্যার কানের দুল বিংশ শতাব্দীর এক তরুন বৃষ্টি ভেজা সকালে খুজে পেয়ে মনের রাজকন্যার জন্য পকেটে পুরে নিলো।
কথা দিলাম কর্নফুলী,
তোমার দুল জোড়া আমি ফিরিয়ে দিবো
যদি তুমি আমার হও।
____ শাহরিয়ার রাব্বী
____ পনের||সাত||পনের(সকাল)
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০১৫
অন্যরকম তুমি
~oO> অন্যরকম তুমি o()~
তুমি হলে অন্যরকম
বন্ধু হলে যেমন হয়।
তুমি হলে অন্যরকম
শত্রু হলে এমনই হয়।
হাসতে গেলে কাঁদিয়ে ফেলো
কাঁদার সময় জল মুছে দাও।
তুমি হয়ত বন্ধু নও
বন্ধু হলে আকাশ দেখে হাসবে কে?
বন্ধু গুলো অন্যরকম
হাত থাকবে, নাক থাকবে
তোমার মত কাজল আঁকা চোখ থাকবে।
ভালোবেসে কথা দিলে কথা রাখবে।
তুমি হয়তো শত্রু নও
শত্রু হলে তোমায় নিয়ে
কবিতা লিখা আর হতোনা।
তোমায় নিয়ে সারাটা রাত
বেচে থাকা আর হতো না।
তুমি হলে অন্যরকম
সাপ দেখলে দৌড়ে পালাও
আমি হলাম অন্যরকম
সাপ দেখলে জড়িয়ে ধরি।
_______ শাহরিয়ার রাব্বী
_________ পচিশ| ছয়| পনের
কৃতজ্ঞতাঃ নির্মলেন্দু গুন
শুক্রবার, ১৯ জুন, ২০১৫
খোলা চিঠি
আমি কিন্তু প্রথমবার প্রেমে পরিনি ছায়া,
আগেও পরেছি,
আগেও ভালোবেসেছি,
আগেও কারো হাত ধরেছি,
কারো সাথে হয়তো সাত পাক ঘুরেছি,
আগেও কারো সাথে
ঘর বসানোর চেষ্টা করে হেরেছি।
ভালোবাসার কথা শুনলে আমার রক্তে আগুন জ্বলে উঠত।
আর এখন থেকে-
তোমাকে দেখার পর থেকে-
ভুলটা আবার করার সাহস এসেছে আমার মাঝে।
ছায়া,
যদি ভালোবাসাকে ভয় পাওয়া আমি
আবার যদি ভালোবাসতে পারি,
তবে তুমি কেন নও?
আমার তরফ থেকে এটুকু বলতে চাই শুধু-
ভালোবাসি তোমায়,
খুশি রাখবো,
সুখ-দুঃখে পাশে থাকবো।
আমার জীবনে এসব আগেও হয়েছে,
এই কথাগুলো আগেও বলেছি,
কিন্তু তোমাকে প্রথম বলছি।
__________ শাহরিয়ার রাব্বী
______ নয়|ছয়|পনের (বিকাল)
সোমবার, ১৫ জুন, ২০১৫
অচল প্রেমের পদ্য - ০৯
এক পেয়ালা বিষ
সাথে একটা চুম্বন দাও
নির্দিদায় পান করে নিবো
জীবনের সব আশায় ছেড়ে দিব।
_________ শাহরিয়ার রাব্বী
________ ষোল।। ছয়।। পনের ( দুপুর)
তৃষ্ণা
তৃষ্ণার্ত পথিক আমি
মরু পথে একা
পিপাষিত মনটা আমার
পায়না তোমার দেখা।
এসো প্রিয়া দেখে যাও
মরনেরর পাশে বসা
তোমারি ঠোটের ছোঁয়াই
মিটবে প্রানের আশা।
________ শাহরিয়ার রাব্বী
_______ষোল।।ছয়।।পনের।।(দুপুর)
রবিবার, ১৪ জুন, ২০১৫
অচল প্রেমের পদ্য - ০৮
আমার খোলা আকাশ
বিশাল মন।
তবু তোমার স্থান নেই এতটুকু।
কারন,
তুমি স্বার্থপর।
_____ শাহরিয়ার রাব্বী
________ জুন ১৪, ২০১৫(৬:০৩- বিকাল)
বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫
চাওয়া
~oO> চাওয়া o()~
আমি জানি তুমি কোন রাজকন্যা নও
তাও আমি তোমাকে রোজই দেখি
তোমার লালচে চুল, গোলগাল মুখ,
লিপিস্টিকের বিজ্ঞাপনের মত পাতলা ঠোট,
ঠোটের কোনায় কালো তিল,
বারফি কাটা চিবুক,
কিছুই আমি চাইনা।
তোমার স্বতীত্বের গন্ধ,
ভেজা চুলের স্পর্শ,
নগ্ন বুক, ফরাসি চুম্বন,
শেষ রাতের মিলন
কিংবা ভালোবাসার আলিঙ্গন,
কিছুই আমি চাইনা।
আমি তোমার আত্নাটাকে চাই,
আমার সুখের দিনে তোমাকে চাই,
তোমার চোখের জলের ভাগ চাই,
অনেক কষ্ট পেতে চাই,
তোমাকে দুদন্ড শান্তি দিতে চাই।
_________ শাহরিয়ার রাব্বী
________ ১১ জুন ২০১৫ (সকাল ৮:৩০)
বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫
বোবা জীবনান্দ
~oO> বোবা জীবনান্দ o()~
বিকেলবেলা বনলতা ক্লান্ত স্বরে শুধালে
এতো কথা কোথায় পাও?
ক্লান্ত হও না?
কেন বিরক্ত করো?
ভাল্লাগেনা যত্তসব।
জীবনান্দ কহিল,
ভালোবাসায় কি কখনো কথা শেষ হয়?
ভালোবাসার কথা শুনতে প্রিয়া কি কখনো বিরক্ত হয়?
অতপরঃ জীবনান্দ সারাজীবনের জন্য বোবা হয়ে গেলো।
_________ শাহরিয়ার রাব্বী
_______ ২১ মে ২০১৫ ( দুপুর ১২:৫৭)
মঙ্গলবার, ১৯ মে, ২০১৫
অচল প্রেমের পদ্য ০৭
মেঘে আচ্ছন্ন এ হৃদয়
তোমারে দেখিতে পাইনা।
মোহ মেঘে আছন্ন তুমি
তোমারে দেখিতে দেয়না।
______ শাহরিয়ার রাব্বী
_______ ১৯ মে ২০১৫ (দুপুর ৩:৩০)
রবিবার, ১৭ মে, ২০১৫
অচল প্রেমের পদ্য - ০৬
আমার সামনে মৃত্যু
চোখে ভালোবাসার আহব্বান।
তুমি দিচ্ছ কষ্ট
আমার কন্ঠে বিরহের গান।
________ শাহরিয়ার রাব্বী
_____ ১৭ মে,২০১৫
শনিবার, ৯ মে, ২০১৫
বিশেষ দ্রষ্টব্য
~oO> বিশেষ দ্রষ্টব্য o()~
আকাশ পূর্নীমার চাদ
চারিপাশে জোৎস্না
রাতের বেলায় ও আমার বিছানায় রোদ্দর।
বি দ্রঃ আলোর উৎস চাদ নয়, তোমার চাদ মুখ।
_____________ শাহরিয়ার রাব্বী
____________ মে ৪,২০১৫(রাত ১২টা২০)
দূর্যোগ
~oO> দূর্যোগ o()~
গতরাতের কালবৈশাখীর ঝড়ে
তার মন থেকে ধুয়ে মুছে গেছে আমার নাম।
ভুমিকম্পে ভেঙে গেছে তার মনের মধ্যে আমার বসতি।
পূর্নীমার আলোর ঝলখানিতে সে হরিয়ে ফেলেছে দৃষ্টি,
বজ্রপাতের ভীষন শব্দে সে হারিয়ে ফেলেছে শব্দ,
চারিপাশে এখন শুধু নিস্তব্ধ নিরবতা।
পথের পাশে দাড়ানো আমাকে সে আর চিনেনা।
আমার নাম লিখা পোষ্ট সে ফিরেয়ে দেয় অচেনা বলে
আমার চিৎকার তার কানে আর পৌছাই না
আমার কোন কথার জবাব সে আর দেয়না।
সে যে আমায় এখন আর ভালোবাসেনা।
_______________ শাহরিয়ার রাব্বী
__________ ২মে২০১৫(রাত ১১:৪২)
শুক্রবার, ১ মে, ২০১৫
প্যরাসিটামল
তোমার বড় বড় চোখ দেখলেই
হারিয়ে ফেলতাম সব ভয়।
হাসি সুনলেই ভালো হয়ে যেত মন
চুলের ফাকে হারিয়ে ফেলতাম সকল দুঃখ।
তোমার স্পর্শ কাজ কারতো নাপা এক্সট্রার মত
নিমিষেয় সেরে যেত সকল ব্যাথা বেদনা।
স্বাতী,
আজ আমি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত!
ডাক্তার অবশ্য বলেছেন সব ঠিক হয়ে যাবে,
পুরো বাজার খুজেছি,
তোমার হতের ওই প্যরাসিটামল কোথাও খুজে পাইনি
না পাওয়ার বেদনা আমার মনকে হতাশ করে দিচ্ছে
মৃত্যু ভয়ে আজ আমি শঙ্কিত।
যে যাই বলুক, আমি জানি,
ঔষধ ছাড়া তো আমি আর বাচবোনা,
তোমাকে ছাড়া আমি আর বাচবোনা।
__________ শাহরিয়ার রাব্বী
----------- ২মে২০১৫-২টা ৩৮(মধ্যরাত)
রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫
অনুভূতি
পরেরবার যখন দেখা হবে
পিছন থেকে ঝাপটে ধরবো তোমায়।
চুল সরিয়ে কানে কানে বলব ভালোবাসি,
তারপর হাতটা ধরে ঘুরিয়ে তোমায় জড়িয়ে ধরে
চুমিয়ে দিবো দু ঠোঁট,
স্পর্শে রাঙিয়ে দিবো সারা শরীর।
যদি অনুভূতি হারিয়ে ফেলো,
সেদিন আবার ফিরে পাবে,
বুজবে আমার ভালোবাসা,
অনুভব করবে আমার গন্ধ,
আমার নিশ্বাস,
ঠোঁটোর চুম্বন,
আর হাতের স্পর্শ,
যদি সত্যি ভালোবেসে থাকো,
অভিমানী তুমি অভিমান ভেঙে
আকড়ে ধরবে আমায়,
তারপর, কানে কানে বলবে "ভালোবাসি"।
…………………………………শাহরিয়ার রাব্বী
___________ ২৭ এপ্রিল ২০১৫(রাত ১:৫৫)
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫
আবৃত সুন্দর
~oO> আবৃত সুন্দর o()~
প্রথম দেখাতেই,
তোমার রক্তজবা ঠোঁট
আমার মনে প্রানের আশা দিয়েছিল,
আমি শুধু বারবার দেখছিলাম।
তোমার মোটা ফ্রেমের চশমা,
কাজল আঁকা চোখটাকে আড়াল করেছিলো,
আমি সেই ফ্রেমের ফাকে তোমায় খুজছিলাম।
বৈশাখী পার্বনে শাড়িরজমিনের আড়ালে
তোমার যৌবন উঁকি দিচ্ছিল।
আমি শুধু ওই এক দেখাতেই প্রেমে পড়েছিলাম।
তারপর সে অনেক কথা,
প্রেম ভালোবাসা বিয়ে।
কাজল কালো চোখ, রক্ত জবা ঠোঁট আজো আছে।
যৌবনের আলোর জলক যেন আগের চেয়েও বেশি।
তবে, তোমার অনাবৃত শরীর
আমাকে কেন জানি আর টানে না,
সেই মোহনীয় আকর্ষণ আর অনুভব করি না।
নারী, তুমি আবৃতেই সুন্দর
অনাবৃতে যে তোমার মোহনীয়তাটা বাড়েনা।
_____________শাহরিয়ার রাব্বী
__________ ১লা বৈশাখ ১৪২২ ( দুপুর ২:২৫)
সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫
অচল প্রেমের পদ্য-০৫
~oO> বৈশাখী সাজ o()~
শাড়ী, লাল পার
রূপসীর সাজ।
আজ তুমি নও নারী
তুমি বাংলার লাজ।
-------------শাহরিয়ার রাব্বী
----------১০ এপ্রিল ২০১৫
শনিবার, ৪ এপ্রিল, ২০১৫
কেনো এমন হয়?
শুক্রবার, ৩ এপ্রিল, ২০১৫
অচল প্রেমের পদ্য- ০৪
আমি তোমাকে একবার পেলে
বারবার মরতে রাজি।
শুধু একবার বলো ভালোবাসি
হাজারজন মারতে রাজি।
__________________
----------শাহরিয়ার রাব্বী
----- এপ্রিল ৪,২০১৫ (ভোর২:৫০)