সোমবার, ৩০ মার্চ, ২০১৫

কিছুই করা হয়না

কিছুই করা হয়না

তোমার জন্য নতুন করে আর কবিতা লিখা হয় না

রাত জেগে গল্পের বই পড়া হয়না,

নতুন কোন সিনেমা দেখা হয় না,

পাশের বিছানায় জেগে থাকা বন্ধুর

এসাইনমেন্টটায় সাহায্য করা হয় না, 
জমে থাকা প্রজেক্টগুলো শেষ হয়না,

দেশের কোথায় কি হচ্ছে সে খবরতো রাখাই হয়না,

বিছানার কোনে পড়ে থাকা লাল মোবাইলটা দেখাই হয়না,

গান শুনতে শুনতে আর আগের মত ঘুমানো হয় না,

তোমাকে সময় দিলেই এখন আর সময় পাওয়া যায়না,

তোমাকে পাশে পেলে আর কিছুই যে পাশে পওয়া লাগে না।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন