পরেরবার যখন দেখা হবে
পিছন থেকে ঝাপটে ধরবো তোমায়।
চুল সরিয়ে কানে কানে বলব ভালোবাসি,
তারপর হাতটা ধরে ঘুরিয়ে তোমায় জড়িয়ে ধরে
চুমিয়ে দিবো দু ঠোঁট,
স্পর্শে রাঙিয়ে দিবো সারা শরীর।
যদি অনুভূতি হারিয়ে ফেলো,
সেদিন আবার ফিরে পাবে,
বুজবে আমার ভালোবাসা,
অনুভব করবে আমার গন্ধ,
আমার নিশ্বাস,
ঠোঁটোর চুম্বন,
আর হাতের স্পর্শ,
যদি সত্যি ভালোবেসে থাকো,
অভিমানী তুমি অভিমান ভেঙে
আকড়ে ধরবে আমায়,
তারপর, কানে কানে বলবে "ভালোবাসি"।
…………………………………শাহরিয়ার রাব্বী
___________ ২৭ এপ্রিল ২০১৫(রাত ১:৫৫)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন