রবিবার, ২ আগস্ট, ২০১৫

সর্বনাশ

>>> সর্বনাশ <<<

তোমায় নিয়ে একটা কবিতা লিখতে চাচ্ছিলাম,
যার যমিন হবে
তোমার মিষ্টি রঙের ওড়না,
আর কালি হবে
তোমার হাতের ছোঁয়া লাগা দিঘির জল।
কবিতাটায় তোমায় নিয়ে কিছু লিখবোনা!
সেই নোংরা নৌকাটার কথা লিখবো,
তোমার স্পর্শে যা পবিত্র হয়ে গিয়েছিলো।
সেই ক্রন্দনরত ফুটফুটে শিশুটির কথা লিখবো,
তোমাকে দেখে যে নির্বাক হয়ে গিয়েছিলো।
বৃষ্টি ভেজা সেই ফুলের কথা লিখবো,
তোমার চুলের ছোঁয়ায় যে আমরালয়ে জায়গা পেয়েছিলো।
.
হঠাৎ তুমি মিষ্টি স্বরে শাসালে
“তুমি চুপ করবে?
লোকে শুনলে সর্বনাশ হয়ে যাবে!”
_________ শাহরিয়ার রাব্বী
_______দুই||আট||পনের(রাত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন