শুক্রবার, ১ মে, ২০১৫

প্যরাসিটামল

তোমার বড় বড় চোখ দেখলেই
হারিয়ে ফেলতাম সব ভয়।
হাসি সুনলেই ভালো হয়ে যেত মন
চুলের ফাকে হারিয়ে ফেলতাম সকল দুঃখ।
তোমার স্পর্শ কাজ কারতো নাপা এক্সট্রার মত
নিমিষেয় সেরে যেত সকল ব্যাথা বেদনা।

স্বাতী,
আজ আমি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত!
ডাক্তার অবশ্য বলেছেন সব ঠিক হয়ে যাবে,
পুরো বাজার খুজেছি,
তোমার হতের ওই প্যরাসিটামল কোথাও খুজে পাইনি
না পাওয়ার বেদনা আমার মনকে হতাশ করে দিচ্ছে
মৃত্যু ভয়ে আজ আমি শঙ্কিত।
যে যাই বলুক, আমি জানি,
ঔষধ ছাড়া তো আমি আর বাচবোনা,
তোমাকে ছাড়া আমি আর বাচবোনা।
__________ শাহরিয়ার রাব্বী
----------- ২মে২০১৫-২টা ৩৮(মধ্যরাত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন