মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

আবৃত সুন্দর

~oO> আবৃত সুন্দর o()~

প্রথম দেখাতেই,
তোমার রক্তজবা ঠোঁট
আমার মনে প্রানের আশা দিয়েছিল,
আমি শুধু বারবার দেখছিলাম।
তোমার মোটা ফ্রেমের চশমা,
কাজল আঁকা চোখটাকে আড়াল করেছিলো,
আমি সেই ফ্রেমের ফাকে তোমায় খুজছিলাম।
বৈশাখী পার্বনে শাড়িরজমিনের আড়ালে
তোমার যৌবন  উঁকি দিচ্ছিল।
আমি শুধু ওই এক দেখাতেই প্রেমে পড়েছিলাম।

তারপর সে অনেক কথা,
প্রেম ভালোবাসা বিয়ে।

কাজল কালো চোখ, রক্ত জবা ঠোঁট আজো আছে।
যৌবনের আলোর জলক যেন আগের চেয়েও বেশি।
তবে, তোমার অনাবৃত শরীর
আমাকে কেন জানি আর টানে না,
সেই মোহনীয় আকর্ষণ আর অনুভব করি না।

নারী, তুমি আবৃতেই সুন্দর
অনাবৃতে যে তোমার মোহনীয়তাটা বাড়েনা।
_____________শাহরিয়ার রাব্বী
__________ ১লা বৈশাখ ১৪২২ ( দুপুর ২:২৫)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন