বৃহস্পতিবার, ২৫ জুন, ২০১৫

অন্যরকম তুমি

~oO> অন্যরকম তুমি o()~

তুমি হলে অন্যরকম
বন্ধু হলে যেমন হয়।
তুমি হলে অন্যরকম
শত্রু হলে এমনই হয়।

হাসতে গেলে কাঁদিয়ে ফেলো
কাঁদার সময় জল মুছে দাও।

তুমি হয়ত বন্ধু নও
বন্ধু হলে আকাশ দেখে হাসবে কে?
বন্ধু গুলো অন্যরকম
হাত থাকবে, নাক থাকবে
তোমার মত কাজল আঁকা চোখ থাকবে।
ভালোবেসে কথা দিলে কথা রাখবে।

তুমি হয়তো শত্রু নও
শত্রু হলে তোমায় নিয়ে
কবিতা লিখা আর হতোনা।
তোমায় নিয়ে সারাটা রাত
বেচে থাকা আর হতো না।

তুমি হলে অন্যরকম
সাপ দেখলে দৌড়ে পালাও
আমি হলাম অন্যরকম
সাপ দেখলে জড়িয়ে ধরি।
_______ শাহরিয়ার রাব্বী
_________ পচিশ| ছয়| পনের

কৃতজ্ঞতাঃ নির্মলেন্দু গুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন