~oO> চাওয়া o()~
আমি জানি তুমি কোন রাজকন্যা নও
তাও আমি তোমাকে রোজই দেখি
তোমার লালচে চুল, গোলগাল মুখ,
লিপিস্টিকের বিজ্ঞাপনের মত পাতলা ঠোট,
ঠোটের কোনায় কালো তিল,
বারফি কাটা চিবুক,
কিছুই আমি চাইনা।
তোমার স্বতীত্বের গন্ধ,
ভেজা চুলের স্পর্শ,
নগ্ন বুক, ফরাসি চুম্বন,
শেষ রাতের মিলন
কিংবা ভালোবাসার আলিঙ্গন,
কিছুই আমি চাইনা।
আমি তোমার আত্নাটাকে চাই,
আমার সুখের দিনে তোমাকে চাই,
তোমার চোখের জলের ভাগ চাই,
অনেক কষ্ট পেতে চাই,
তোমাকে দুদন্ড শান্তি দিতে চাই।
_________ শাহরিয়ার রাব্বী
________ ১১ জুন ২০১৫ (সকাল ৮:৩০)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন