আমি তোমাকে স্বাধীনতা দিতে চেয়েছিলাম
তুমি বললে গনন্ত্রের প্যাঁচ তোমার ভালো লাগেনা।
আমি তোমাকে রাজধানী দিতে চাইলাম
তুমি বললে ব্যাস্ততা তোমার ভালো লাগেনা।
আমি তোমাকে আমায় দিতে চাইলাম
তুমি বললে হারিয়ে ফেললে মারা যাবে।
অতঃপর আমি তোমাকে চাইলাম,
তুমি বললে ভালোবাসি।
_________ শাহরিয়ার রাব্বী
________ পঁচিশ||সাত||পনের(সকাল)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন