যদি আর কখনো না আসি ফিরে
আর না ডাকি
বার বার যদি না বলি,
"এই মনি, আর পাঁচ মিনিট"
দেরি হলে যদি আর জানতে না চাই,
"খুভ বিজি?"
আর না বলি ভালোবাসি
আর যদি বার বার সরি না বলি,
যদি মরতে না চাই তোমার জন্য
তবে ভেবোনা আমি হারিয়ে গেছি!
আমি আছি, থাকবো,
হয়ত ভোরের পাখি হয়ে ডাকবো তোরে
কিংবা বাতাস হয়ে রইবো ঘিরে
ভেবোনা আবার,
একলা রেখে গিয়েছে আমি মরে।
__________শাহরিয়ার রাব্বী
________১০ নভেম্বর ১৫(ভোর রাত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন