শুক্রবার, ১৯ জুন, ২০১৫

খোলা চিঠি

আমি কিন্তু প্রথমবার প্রেমে পরিনি ছায়া,
আগেও পরেছি,
আগেও ভালোবেসেছি,
আগেও কারো হাত ধরেছি,
কারো সাথে হয়তো সাত পাক ঘুরেছি,
আগেও কারো সাথে
ঘর বসানোর চেষ্টা করে হেরেছি।
ভালোবাসার কথা শুনলে আমার রক্তে আগুন জ্বলে উঠত।

আর এখন থেকে-
তোমাকে দেখার পর থেকে-
ভুলটা আবার করার সাহস এসেছে আমার মাঝে।

ছায়া,
যদি ভালোবাসাকে ভয় পাওয়া আমি
আবার যদি ভালোবাসতে পারি,
তবে তুমি কেন নও?

আমার তরফ থেকে এটুকু বলতে চাই শুধু-
ভালোবাসি তোমায়,
খুশি রাখবো,
সুখ-দুঃখে পাশে থাকবো।

আমার জীবনে এসব আগেও হয়েছে,
এই কথাগুলো আগেও বলেছি,
কিন্তু তোমাকে প্রথম বলছি।
__________ শাহরিয়ার রাব্বী
______ নয়|ছয়|পনের (বিকাল)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন