শনিবার, ৪ এপ্রিল, ২০১৫

কেনো এমন হয়?

কেনো এমন হয়?
কেনো এমন হয়?
বারবার তুমি স্বপ্নে আস,স্বপ্নতে কেন রও?
চোখের পাতায় লুকিয়ে থাক, চোখ খুললেই নও।
স্বপ্নে হাসো, স্বপ্নে কাদো , স্বপ্নতে কেন রও?
ভালোবাসার কথা তোমায় বলতে যে চায় মন।
শুনবে কিনা সেটাই বলো, ভীষন প্রয়োজন।
যাচ্ছ চলে ঘুমের শেষে, যাও চলে যাও তবে
আবার তুমি আসবে কবে, তা বলে যাও আগে।
ভোর বেলাতে তোমায় ছেড়ে,  থাকতে চায়না মন
আজ যেও না, প্লিজ থেকে যাও, তুমি আপনজন।
যে দিক তাকায় তোমায় দেখি, তুমি ভুবনময়।
স্বপ্ন ছেড়ে আসবে কবে, ভাববে কি প্রিয়জন?
---------------------- ৫এপ্রিল ২০১৫ (রাত ১:২০)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন