~oO> দূর্যোগ o()~
গতরাতের কালবৈশাখীর ঝড়ে
তার মন থেকে ধুয়ে মুছে গেছে আমার নাম।
ভুমিকম্পে ভেঙে গেছে তার মনের মধ্যে আমার বসতি।
পূর্নীমার আলোর ঝলখানিতে সে হরিয়ে ফেলেছে দৃষ্টি,
বজ্রপাতের ভীষন শব্দে সে হারিয়ে ফেলেছে শব্দ,
চারিপাশে এখন শুধু নিস্তব্ধ নিরবতা।
পথের পাশে দাড়ানো আমাকে সে আর চিনেনা।
আমার নাম লিখা পোষ্ট সে ফিরেয়ে দেয় অচেনা বলে
আমার চিৎকার তার কানে আর পৌছাই না
আমার কোন কথার জবাব সে আর দেয়না।
সে যে আমায় এখন আর ভালোবাসেনা।
_______________ শাহরিয়ার রাব্বী
__________ ২মে২০১৫(রাত ১১:৪২)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন