শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫

অচল প্রেমের পদ্য - ১০

বহু বছর আগের কোন এক জ্যোৎস্নাস্নাত রাতে কর্নফুলীর স্রোতে হারিয়ে যাওয়া রাজকন্যার কানের দুল বিংশ শতাব্দীর এক তরুন বৃষ্টি ভেজা সকালে খুজে পেয়ে মনের রাজকন্যার জন্য পকেটে পুরে নিলো।

কথা দিলাম কর্নফুলী,
তোমার দুল জোড়া আমি ফিরিয়ে দিবো
যদি তুমি আমার হও।
____ শাহরিয়ার রাব্বী
____ পনের||সাত||পনের(সকাল)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন