বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

নিরবতার ভাগ

গভীররাতে মানের কাছে মনটা এনে রাখ
সুরে সুরে শুনতে পাবে ঝিঁ ঝিঁ পোকার ডাক,
হঠাৎ তুমি আমার সুরে চমকে হতবাক,
থাক না প্রিয়া রহস্যটা, হও তুমি অবাক
চাইলে তোমার নিরবতায় আমিও নিব ভাগ
তোমার দুঃখেই কাদঁবো আমি, সুখটা তোলা থাক।
_______________ শাহরিয়ার রাব্বী
______________২৩||১০||১৫(ভোর)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন