শনিবার, ২৯ মার্চ, ২০১৪

জানবেনা কিছুই

এক বিছানায় তুমি আর ও
মাঝখানে ছোট শিশু
দূরে শুয়ে বসে ভাবছি তোমায়
টের পাচ্ছোনা কন-কিছু।
তুমি সাজালে সুখের সংসার
আমার জীবনটা করে ছারখার
তুমি জানলেনা কোন-কিছু।
=============শাহরিয়ার রাব্বী
=============২৩/০৩/২০১৪(১১;২০ pm)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন