শুক্রবার, ২১ মার্চ, ২০১৪

মন হবেনা ভালে

আমার এ মন
সে তো আর হবেনা ভালো,
হাজারো কষ্টে
জীবনটা যে বিষাদময় হয়ে গেলো।

তোমারি পরশে জীবনেতে
দুঃখগুলো আজ এলো
তুমি চলে গেলে
দুঃখগুলো আমারই রয়ে গেল।

তোমার স্মৃতিগুলো কাটা হয়ে আজ
মনে গিয়ে শুধু বিধে
দুঃখগুলো আগুন হয়ে
বারবার জ্বলে উঠে।
=============শাহরিয়ার রাব্বী
∞শুক্রবার,মার্চ ২১-২০১৪(রাত-০৮:১৫)∞

1 টি মন্তব্য: