শনিবার, ২৯ মার্চ, ২০১৪

তোমাকে পাচ্ছিনা

একটা কবিতা চুরি হয়েছে
পাচ্ছিনা আর খুজে
তোমায় নিয়ে অনেক কথাই
লিখেছিলাম কবিতাটাতে।

কবিতা হারালে কি হয়েছে
আবার লিখে নিবো
তোমাকে হারালে কি করে বল
তোমাকে ফিরিয়া পাবো।

কবিতার সাথে তোমাকে হারিয়েছি
ভালবাসা রয়ে গেছে
সেই ভালোবাসা কাগজে কলমে
কবিতা হয়ে ফুটে।
========শাহরিয়ার রাব্বী
==২৫/০৩/২০১৪(১২;৪০এম)===

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন