পাথর ভেঙে করছি পথ
নতুন আলোর নতুন শপথ।
তরুন জোয়ান হও আগুয়ান
দূর কর সব বাধার আধার
নতুন চিন্তা,নতুন আলো
সবার ঘরে শিক্ষার আলো।
দূর কর সব অনাচার
মনে বুনো সচেতনতার ধান।
এগিয়ে যাও আলোর পথে
দেশের কথা বুকে রেখে।
=============শাহরিয়ার রাব্বী
=============২৮:০২:২০১৪
=============১২:০২(মধ্যরাত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন