শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪

বুজলাম না

কোথায় কি হলো কিছুই বুজলাম
কতদিন পর দেখা হলো আজ
এমন একটা ভাব করলে যেন
আজই প্রথম দেখলে আমায়,
চিরচেনা হয়েও যেন আজ অচেনা।

শেষবার যখন দেখা হয়েছিল
মনে নেই কি করেছি
তারপর বহু দিন,ঘন্টা সেকেন্ড
পার করেছি তোমায় ভুলে,তোমার স্মরনে
ভুল কর্মে কাটিয়েছি জীবনের বহু বসন্ত
তারপর কোন এক বসন্তের দিনে
আবার দেখা হলো দুজনার।

তারপর কি হলো মনে নেই
শুধু মনে হলো
তুমি চির চেনা হলেও অচেনা।
=============শাহরিয়ার রাব্বী
=============০৭/০৩/২০১৩
=============১২:০৩(মধ্যরাত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন