বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪

স্বার্থপর

দেখতে দেখতে চোখে ঘুম না আসাটা
অভ্যাস হয়ে গেছে।
যার জন্য এ অসুখ, সে কিন্তু ঠিকই ঘুমাচ্ছে।
আমার স্বপ্নগুলো কেড়ে নিয়ে,
নিজে ঠিকই সুখের স্বপ্ন দেখছে।
যার চিন্তা করতে গিয়ে নিজের চিন্তা খুয়য়েছি
সে ঠিকই শুধু নিজেকে নিয়ে মগ্ন থেকেছে।
যাকে নিয়ে স্বপ্ন দেখতে গিয়ে ইশ্বরে সময় দেইনি
সে তো কখনই আমায় সময় দেইনি।
মনে রেখ,ইশ্বর হয়ত আমাকে ক্ষমা করবেন।
কিন্তু তিনি তোমাকে কখনোও ক্ষমা করবেন না।
========== শাহরিয়ার রাব্বী
==========০৪এপ্রিল২০১৪(রাত-০৩:৩৫)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন