আর কখনোই তোমার বাড়ির সামনে
আমায় দাঁড়িয়ে থাকতে হবেনা।
ক্লাসে বসে হাজারবার পিছন ফিরে
আর কখনোই তাকাতে হবেনা
হঠাৎ তোমার দেখা না পেয়ে
একে ওকে আর জিজ্ঞাস করা হবেনা।
চলার পথে,বাসে কিংবা রিক্সায়
তোমার পাশে আর বসা হবেনা।
সরু রাস্তায় পাশাপাশি আর হাঁটা হবেনা।
হেটে যেতে যেতে রাস্তায় দাড়িয়ে
ফুচকা কিংবা ঝালমুড়ি আর খাওয়া হবেনা।
কোন রেস্তোরায় তোমাকে খাইয়ে দিতে গিয়ে
ইচ্ছে করেই ঠোঁটটা আর ছুঁয়ে দেখা হবেনা।
ফেরিওয়ালা দেখলেই তোমার জন্য
এটা সেটা আর কেনা হবেনা।
রোজ আর নিয়ম করে তোমার সাথে কথা হবেনা।
ঘুম থেকে ডাকা হবেনা,ঘুম পাড়িয়ে দেয়া হবেনা।
কাউকে আর জিজ্ঞাস করা হবেনা
কেমন আছ,চা খেয়েছ,কী করছ?
কিছুক্ষণ পর পর ফোন দিয়ে বলা হবেনা
মিস করছি ভিষন।
ক্ষুদেবার্তায় আর লিখবনা,শুভ সকাল কিংবা রাত।
আর কখনোই বলবোনা ভালোবাসি তোমায়
কোনদিনই বলবোনা ভালোবাস আমায়।
================শাহরিয়ার রাব্বী
================মার্চ ১৪:২০১৪
================০৭:০৫(সন্ধ্যা)
শনিবার, ১৫ মার্চ, ২০১৪
আর হবেনা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন