শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪

আজ আবার

আজ আবার দেখা হলো
অনেক কথায় বলা হলো
পাশাপাশি বসা হলো
পুরানো হিসাব সামনে এলো
দুঃখের কথা মনে হলো
চোখের কাজল লেপ্টে গেলো
আবেগগুলো স্পষ্ট হলো
ভালবাসা প্রকাশ পেলো
হাতে হাত রাখা হলো
সুখ-দুঃখ ভাগ হলো
নূতন জীবন শুরু হলো
জীবনটাকে সাজাই চলো।
=============শাহরিয়ার রাব্বী
==== ২৯/০৩/২০১৪(রাত-১২;১০) ====

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন