সুখ তরীতে স্বপ্ন নিয়ে
গেলাম স্রোতে ভেসে,
সেই তরীটা ভিড়ল শেষে
দুঃখের দ্বীপে এসে।
দ্বীপটাতে যে কাঁটা ভীষণ
কষ্টে বসে একা,
এদিক খুঁজি,সেদিক খুঁজি
পায়না তোমার দেখা।
কোথায় তুমি,কোথায় তুমি
দ্বীপে আমি একা,
তুমি এলেয় দূর করব
দ্বীপের যত কাঁটা।
==========কোথায় তুমি
==========শাহরিয়ার রাব্বী
==========১৮মার্চ২০১৪
==========০১:০৬(রাত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন