শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪

কষ্ট পেয়ো না

পালকী চড়ে যাচ্ছো তুমি
কষ্ট হচ্ছে তোমারও,
দূরে দাড়িয়ে দেখছি আমি,
চোখেতে জল আমারও।

কষ্টগুলো মনের আগুনে
ছাঁই বানিয়ে উড়াইও,
মনের আকাশে আর কখনো
আশার আলো না জ্বালিও।
ভালোবেসে আর কাউকে
বুকেতে না জড়াইও।

আমার কথা মনে হলে
বৃষ্টি হয়ে  ঝরিও,
সেই জলটা গায়ে মেখে
অনল দহন থামাইও।

না পাবারই কষ্টগুলো
মনেতে না রাখিও,
ভালোবাসি আজো তোমায়
আর কখনো না বলিও।
========শাহরিয়ার রাব্বী
=========১৪ মার্চ ২০১৪
=========০৭:৫২(সন্ধ্যা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন