বুধবার, ৫ মার্চ, ২০১৪

মৃত্যু ছাড়া

এই বিশ্ব অনেক বড়
এতে হারিয়ে যাওয়া অনেক সহজ।

তুমি সব সময়ই আমার ছিলে,
আমি এখনি সব কিছু মিটিয়ে দিতে প্রস্তুত নই
আমরা এখনো অনেক কিছুই করতে পারি,
আমারা আঁধার রাতে সূর্যের আলো ছড়াতে পারি
ধূসর মেঘকে নীল আকাশ করতে পারি।
আমি জানি এগুলো কঠিন!
তুমি শুধু আমাকে বিশ্বাস কর
আমি তোমাকে ছেড়ে কোথাও যাবনা,
মৃত্যু ছাড়া।

আমাকে বল,কিসের ভয় তোমার?
সমস্যাগুলোকে চাদের ওপাড়ে
গ্রহপুঞ্জের পিছে ফেলে দিব
যতদিন তুমি আমার পাশে থাকবে
সত্যি বলছি,ভালবাসার শক্তি দিয়ে
তোমাকে কোথাও যেতে দিবনা,
মৃত্যু ছাড়া।

এই বিশ্ব অনেক বড়
এতে হারিয়ে যাওয়া অনেক সহজ।
আমাদের এখনো অনেক কিছু করার বাকি,
আমি তোমাকে পুরো পৃথিবী দেখাবো
প্রতিটা সমুদ্রের ঝিনুক থেকে মুক্তো আনে দিব
অমবস্যর রাতে সূর্যের আলো ছড়াবো
ধূসর মেঘকে নীল আকাশ বানাবো।
আমি জানি এগুলো অসম্ভব
কিন্তু ভালবাসার শক্তিতে সব সম্ভব করব
কথা দিচ্ছি,আমি এগুলো করবই।

যদি তুমি ভালোবাসায় বিশ্বাস কর
যদি তুমি আমাকে বিশ্বাস কর
তবে তুমি কোথাও যেতে পারবেনা আমাকে ছেড়ে,
মৃত্যু ছাড়া।
============শাহরিয়ার রাব্বী
============০৫/০৩/২০১৪
============১১:৩০(সকাল)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন