এক বিছানায় তুমি আর ও
মাঝখানে ছোট শিশু
দূরে শুয়ে বসে ভাবছি তোমায়
টের পাচ্ছোনা কন-কিছু।
তুমি সাজালে সুখের সংসার
আমার জীবনটা করে ছারখার
তুমি জানলেনা কোন-কিছু।
=============শাহরিয়ার রাব্বী
=============২৩/০৩/২০১৪(১১;২০ pm)
শনিবার, ২৯ মার্চ, ২০১৪
জানবেনা কিছুই
অচল প্রেমের পদ্য ০২
যদি পেতাম তোমায়
যদি ভালবাসতে আমায়
পৃথিবীর সব সুখ
এনে দিতাম তোমায়।
কথা দিলাম কথা রাখবো
তোমাকেই শুধু ভালবাসবো।
===========শাহরিয়ার রাব্বী
========১৮/০৩/২০১৪(রাত-০১;০৩)
তোমাকে পাচ্ছিনা
একটা কবিতা চুরি হয়েছে
পাচ্ছিনা আর খুজে
তোমায় নিয়ে অনেক কথাই
লিখেছিলাম কবিতাটাতে।
কবিতা হারালে কি হয়েছে
আবার লিখে নিবো
তোমাকে হারালে কি করে বল
তোমাকে ফিরিয়া পাবো।
কবিতার সাথে তোমাকে হারিয়েছি
ভালবাসা রয়ে গেছে
সেই ভালোবাসা কাগজে কলমে
কবিতা হয়ে ফুটে।
========শাহরিয়ার রাব্বী
==২৫/০৩/২০১৪(১২;৪০এম)===
শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪
আজ আবার
আজ আবার দেখা হলো
অনেক কথায় বলা হলো
পাশাপাশি বসা হলো
পুরানো হিসাব সামনে এলো
দুঃখের কথা মনে হলো
চোখের কাজল লেপ্টে গেলো
আবেগগুলো স্পষ্ট হলো
ভালবাসা প্রকাশ পেলো
হাতে হাত রাখা হলো
সুখ-দুঃখ ভাগ হলো
নূতন জীবন শুরু হলো
জীবনটাকে সাজাই চলো।
=============শাহরিয়ার রাব্বী
==== ২৯/০৩/২০১৪(রাত-১২;১০) ====
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০১৪
পথ দেখাও
মোড়ে মোড়ে এসে
ঠেকছে এ নাও।
কোথায় যাব পথটা দেখাও
তুমি বিধাতা অবিনশ্বর,
তুমি সৃষ্টিকর্তা প্রভু।
আমাকে তুমি
ভুল পথ দেখিওনা কবু।
=========== শাহরিয়ার রাব্বী
===========২২মার্চ ২০১৪(রাত ১২টা)
সোমবার, ২৪ মার্চ, ২০১৪
কোথায় তুমি
সুখ তরীতে স্বপ্ন নিয়ে
গেলাম স্রোতে ভেসে,
সেই তরীটা ভিড়ল শেষে
দুঃখের দ্বীপে এসে।
দ্বীপটাতে যে কাঁটা ভীষণ
কষ্টে বসে একা,
এদিক খুঁজি,সেদিক খুঁজি
পায়না তোমার দেখা।
কোথায় তুমি,কোথায় তুমি
দ্বীপে আমি একা,
তুমি এলেয় দূর করব
দ্বীপের যত কাঁটা।
==========কোথায় তুমি
==========শাহরিয়ার রাব্বী
==========১৮মার্চ২০১৪
==========০১:০৬(রাত)
শুক্রবার, ২১ মার্চ, ২০১৪
মন হবেনা ভালে
আমার এ মন
সে তো আর হবেনা ভালো,
হাজারো কষ্টে
জীবনটা যে বিষাদময় হয়ে গেলো।
তোমারি পরশে জীবনেতে
দুঃখগুলো আজ এলো
তুমি চলে গেলে
দুঃখগুলো আমারই রয়ে গেল।
তোমার স্মৃতিগুলো কাটা হয়ে আজ
মনে গিয়ে শুধু বিধে
দুঃখগুলো আগুন হয়ে
বারবার জ্বলে উঠে।
=============শাহরিয়ার রাব্বী
∞শুক্রবার,মার্চ ২১-২০১৪(রাত-০৮:১৫)∞
শনিবার, ১৫ মার্চ, ২০১৪
পদ্য-০১
জীবনের সব ভুলগুলো আজ
শুধরে নিতে চাই।
তোমার সাথে নতুন করে
ঘর বাধঁতে চাই।
==========শাহরিয়ার রাব্বী
==========ফেব্রুয়ারি ২০১৪
ভালোবাসার অপেক্ষা
একাজে করতে কষ্ট শত
রাত পেরিয়ে দিন এলো
অপেক্ষার প্রহর শুরু হলো।
ভালোবাসি বলে তোমায়
করছি অপেক্ষা।
ভালো যদি বাসতে আমায়
করতেনা এমনটা।
==========শাহরিয়ার রাব্বী
==========মার্চ ২০১৪
এগিয়ে যাও
পাথর ভেঙে করছি পথ
নতুন আলোর নতুন শপথ।
তরুন জোয়ান হও আগুয়ান
দূর কর সব বাধার আধার
নতুন চিন্তা,নতুন আলো
সবার ঘরে শিক্ষার আলো।
দূর কর সব অনাচার
মনে বুনো সচেতনতার ধান।
এগিয়ে যাও আলোর পথে
দেশের কথা বুকে রেখে।
=============শাহরিয়ার রাব্বী
=============২৮:০২:২০১৪
=============১২:০২(মধ্যরাত)
আর হবেনা
আর কখনোই তোমার বাড়ির সামনে
আমায় দাঁড়িয়ে থাকতে হবেনা।
ক্লাসে বসে হাজারবার পিছন ফিরে
আর কখনোই তাকাতে হবেনা
হঠাৎ তোমার দেখা না পেয়ে
একে ওকে আর জিজ্ঞাস করা হবেনা।
চলার পথে,বাসে কিংবা রিক্সায়
তোমার পাশে আর বসা হবেনা।
সরু রাস্তায় পাশাপাশি আর হাঁটা হবেনা।
হেটে যেতে যেতে রাস্তায় দাড়িয়ে
ফুচকা কিংবা ঝালমুড়ি আর খাওয়া হবেনা।
কোন রেস্তোরায় তোমাকে খাইয়ে দিতে গিয়ে
ইচ্ছে করেই ঠোঁটটা আর ছুঁয়ে দেখা হবেনা।
ফেরিওয়ালা দেখলেই তোমার জন্য
এটা সেটা আর কেনা হবেনা।
রোজ আর নিয়ম করে তোমার সাথে কথা হবেনা।
ঘুম থেকে ডাকা হবেনা,ঘুম পাড়িয়ে দেয়া হবেনা।
কাউকে আর জিজ্ঞাস করা হবেনা
কেমন আছ,চা খেয়েছ,কী করছ?
কিছুক্ষণ পর পর ফোন দিয়ে বলা হবেনা
মিস করছি ভিষন।
ক্ষুদেবার্তায় আর লিখবনা,শুভ সকাল কিংবা রাত।
আর কখনোই বলবোনা ভালোবাসি তোমায়
কোনদিনই বলবোনা ভালোবাস আমায়।
================শাহরিয়ার রাব্বী
================মার্চ ১৪:২০১৪
================০৭:০৫(সন্ধ্যা)
শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪
বুজলাম না
কোথায় কি হলো কিছুই বুজলাম
কতদিন পর দেখা হলো আজ
এমন একটা ভাব করলে যেন
আজই প্রথম দেখলে আমায়,
চিরচেনা হয়েও যেন আজ অচেনা।
শেষবার যখন দেখা হয়েছিল
মনে নেই কি করেছি
তারপর বহু দিন,ঘন্টা সেকেন্ড
পার করেছি তোমায় ভুলে,তোমার স্মরনে
ভুল কর্মে কাটিয়েছি জীবনের বহু বসন্ত
তারপর কোন এক বসন্তের দিনে
আবার দেখা হলো দুজনার।
তারপর কি হলো মনে নেই
শুধু মনে হলো
তুমি চির চেনা হলেও অচেনা।
=============শাহরিয়ার রাব্বী
=============০৭/০৩/২০১৩
=============১২:০৩(মধ্যরাত)
কষ্ট পেয়ো না
পালকী চড়ে যাচ্ছো তুমি
কষ্ট হচ্ছে তোমারও,
দূরে দাড়িয়ে দেখছি আমি,
চোখেতে জল আমারও।
কষ্টগুলো মনের আগুনে
ছাঁই বানিয়ে উড়াইও,
মনের আকাশে আর কখনো
আশার আলো না জ্বালিও।
ভালোবেসে আর কাউকে
বুকেতে না জড়াইও।
আমার কথা মনে হলে
বৃষ্টি হয়ে ঝরিও,
সেই জলটা গায়ে মেখে
অনল দহন থামাইও।
না পাবারই কষ্টগুলো
মনেতে না রাখিও,
ভালোবাসি আজো তোমায়
আর কখনো না বলিও।
========শাহরিয়ার রাব্বী
=========১৪ মার্চ ২০১৪
=========০৭:৫২(সন্ধ্যা)
বুধবার, ৫ মার্চ, ২০১৪
মৃত্যু ছাড়া
এই বিশ্ব অনেক বড়
এতে হারিয়ে যাওয়া অনেক সহজ।
তুমি সব সময়ই আমার ছিলে,
আমি এখনি সব কিছু মিটিয়ে দিতে প্রস্তুত নই
আমরা এখনো অনেক কিছুই করতে পারি,
আমারা আঁধার রাতে সূর্যের আলো ছড়াতে পারি
ধূসর মেঘকে নীল আকাশ করতে পারি।
আমি জানি এগুলো কঠিন!
তুমি শুধু আমাকে বিশ্বাস কর
আমি তোমাকে ছেড়ে কোথাও যাবনা,
মৃত্যু ছাড়া।
আমাকে বল,কিসের ভয় তোমার?
সমস্যাগুলোকে চাদের ওপাড়ে
গ্রহপুঞ্জের পিছে ফেলে দিব
যতদিন তুমি আমার পাশে থাকবে
সত্যি বলছি,ভালবাসার শক্তি দিয়ে
তোমাকে কোথাও যেতে দিবনা,
মৃত্যু ছাড়া।
এই বিশ্ব অনেক বড়
এতে হারিয়ে যাওয়া অনেক সহজ।
আমাদের এখনো অনেক কিছু করার বাকি,
আমি তোমাকে পুরো পৃথিবী দেখাবো
প্রতিটা সমুদ্রের ঝিনুক থেকে মুক্তো আনে দিব
অমবস্যর রাতে সূর্যের আলো ছড়াবো
ধূসর মেঘকে নীল আকাশ বানাবো।
আমি জানি এগুলো অসম্ভব
কিন্তু ভালবাসার শক্তিতে সব সম্ভব করব
কথা দিচ্ছি,আমি এগুলো করবই।
যদি তুমি ভালোবাসায় বিশ্বাস কর
যদি তুমি আমাকে বিশ্বাস কর
তবে তুমি কোথাও যেতে পারবেনা আমাকে ছেড়ে,
মৃত্যু ছাড়া।
============শাহরিয়ার রাব্বী
============০৫/০৩/২০১৪
============১১:৩০(সকাল)