------ ক্ষমা কর জোছনার চাঁদ ------
আমার চক্ষু জোড়া চেয়েছিল
আমার চক্ষু জোড়া চেয়েছিল
রাতের অপরূপ জোছনায় স্নান করতে।
কিন্তু বিধিতা সহায় হলনা।
চোখগুলো এখন আর জোছনা দেখতে চায় না।
পদার্থ বিজ্ঞানের অপদার্থ সব নিয়ম পড়তে পড়তে
সে এখন ক্লান্ত।
সে এখন শান্তি চায়, সে এখন ঘুমাতে চায়।
আমাকে ক্ষমা করে দিও প্রিয়তমা।
কথা দিয়েছিলাম তুমি চলে গেলেও
প্রতি পূর্ণিমার জোছনায় তোমার রূপের সরূপ
খুজে নিব।
চিন্তা করোনা
ওরা আমার জোছনাটা কেড়ে নিলেও
ঘুমটাতো আর কেড়ে নিতে পারবেনা।
স্বপ্নে ঠিকই দেখা হবে, কথাও হবে,
রোজ যেভাবে হয়।
============ শাহরিয়ার রাব্বী
========০৭ই মার্চ২০১৫(রাত০১ঃ৩০)
পদার্থ বিজ্ঞানের অপদার্থ সব নিয়ম পড়তে পড়তে
সে এখন ক্লান্ত।
সে এখন শান্তি চায়, সে এখন ঘুমাতে চায়।
আমাকে ক্ষমা করে দিও প্রিয়তমা।
কথা দিয়েছিলাম তুমি চলে গেলেও
প্রতি পূর্ণিমার জোছনায় তোমার রূপের সরূপ
খুজে নিব।
চিন্তা করোনা
ওরা আমার জোছনাটা কেড়ে নিলেও
ঘুমটাতো আর কেড়ে নিতে পারবেনা।
স্বপ্নে ঠিকই দেখা হবে, কথাও হবে,
রোজ যেভাবে হয়।
============ শাহরিয়ার রাব্বী
========০৭ই মার্চ২০১৫(রাত০১ঃ৩০)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন