গল্প শুনবে?
গল্প শুনবে? গল্প?
৫২ এর গল্প?
৭১ এর গল্প?
এটা বীর বাঙালির গল্প,
এটা স্বাধীনতার গল্প।
ভাষার জন্য রক্ত দেবার গল্প।
গভীর রাতে মানুষ মারার গল্প।
হায়নাদের অত্যাচারের
গল্প।
নর পশুর বর্বরতার গল্প।
ভাইয়ের সামনে বোনের
সম্ভ্রমহানীর গল্প।
মায়ের বুকের ছোট্ট শিশু
ছুড়ে ফেলার গল্প।
অসহায়ের আর্তনাদের গল্প।
দেশটাকে মা বলার গল্প।
বুকের রক্তে মায়ের আঁচল
রাঙিয়ে তোলার গল্প।
লাঙ্গল জোয়াল কলম ফেলে
অস্ত্র ধরার গল্প।
লাল আর সবুজ মিলে
এক পতাকার গল্প।
হায়েনাদের হারিয়ে দেবার গল্প।
এ এক নতুন ভোরের গল্প।
এ হল স্বাধীনতার গল্প।
এ হল বাংলাদেশের গল্প।
------------শাহরিয়ার রাব্বী
------২২ ফেব্রুয়ারী ২০১৫( রাত-১০ঃ৩৭)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন