সোমবার, ২৩ মার্চ, ২০১৫

উড়বে?

উড়বে?
সবাইতো উড়তে চায়।
 কজনি বা পারে
 আমি জানি তুমি ও চাও
 তাই দিলাম স্বাধীনতা 
আজ থেকে আকাশ তোমার 
যত খুশি উড়ো। 
কেউ নিবেনা খবর
 কেউ দিবেনা বাধা'
 আজ থেকে পুরো আকাশটায় তোমার
 যত খুশি উড়ো। 
শুধু একটু সময় পেলে 
আমার আকাশে উড়ো।
======২৩মার্চ২০১৫(রাত ৯টা১২)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন